জামপুইজলা: উজান লারমা দুর্গোৎসব কমিটির প্রতিমা নিরঞ্জন
জম্পুইজলা ব্লকের মোহনপুর বিসি উজান লারমা এলাকায় আয়োজিত দুর্গোৎসব শেষে শুক্রবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয়। ব্যাপ ক উচ্চ উদ্দীপনার মধ্যে দিয়ে ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানালেন সকল জনগণ।