তেহট্ট ২: বাংলার সম্প্রীতি বজায় রাখতে রবীন্দ্রনাথের রাখি বন্ধনের স্মরণে পলাশীপাড়ায় বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাখিবন্ধন
১৯০৫ সালের ১৬ অক্টোবর ব্রিটিশদের বঙ্গভঙ্গ ষড়যন্ত্রের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাখি বন্ধন আন্দোলন করেন। সেই ধারা বজায় রেখেই আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার নদীয়ার পলাশীপাড়ায় বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নদিয়া জেলা কমিটির পলাশীপাড়া শাখার উদ্যোগে পলাশীপাড়া বাসস্ট্যান্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বাংলার ঐক্য বজায় রাখতে পথ চলতি মানুষদের রাখি পরানো হলো। উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস