মাদারিহাট: রাঙ্গালিবাজনার ভোলারটাড়িতে ইকতি নদীর ভাঙ্গন রোধে শনিবার থেকে বোল্ডার আনার কাজ শুরু করা হল
অবশেষে বোল্ডারের পাড়বাঁধ তৈরি হচ্ছে মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের ভোলারটাড়িতে। ওই মহল্লায় একটি নদীর পাড়ভাঙ্গনে জেরবার স্থানীয়রা। বিঘার পর বিঘা জমি নদীগর্ভে। ভিটেও হারিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই এলাকায় জিও ট্যাগ পদ্ধতিতে অস্থায়ী পাড়বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর। ১৫ অক্টোবর পাড়বাঁধ তৈরির কাজের সূচনা করতে ভোলারটাড়ি যান মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। কিন্তু স্থানীয়রা জানিয়ে দেন, বালি দিয়ে অস্থায়ী