সীতাই: চামটায় BJPর এক BLA 2 কর্মীর তৃণমূলে যোগদান
চামটায় BJPর এক BLA 2 কর্মীর তৃণমূলে যোগদান। শনিবার রাত 8টা নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিন তুঘলক মিয়া। এদিন তার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে BJP দলের BLA 2 কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব। যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া মেলেনি।