তুফানগঞ্জ ১: একটু বৃষ্টিতেই রাস্তার উপরে জল, চরম সমস্যায় ৭ নং ওয়ার্ড সংলগ্ন কামাতফুলবাড়ী আলাকার বাসিন্দারা
এই বিষয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া দেন স্থানীয় বাসিন্দারা।জানাজায় পৌর সভার ৭ নং ওয়ার্ড সংলগ্ন নাককাটিগাছ GP র কামাত ফুলবাড়ী এলাকায়।কয়েকশো পরিবারের বাশ।অভিযোগ পৌর সভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের অংশের সমস্ত নোংরা জল জমা হয় রাস্তার উপর। সেই নোংরা জল ভেঙে করতে হয় যাতায়াত। নিকাশি নালা সঠিক না থাকায় এই সমস্যা।