দিনহাটা ২: গতি কচুয়া এলাকার এক ব্যক্তিকে বধু হত্যার অভিযোগে গ্রেফতার করে দিনহাটা আদালতে
পেশ করে সাহেবগঞ্জ থানার পুলিশ
গতি কচুয়া এলাকার এক ব্যক্তিকে বধু হত্যার অভিযোগে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে সাহেবগঞ্জ থানার পুলিশ। সোমবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা আদালতের আইনজীবী এপিপি ইনচার্জ আনোয়ারুল হক জানান, গতি কচুয়া এলাকার উকিল দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে বধু হত্যার অভিযোগে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে বিচারক তার জামিনের আবেদ