কোচবিহার ১: কে চেনে জুবিন কে বিতর্কিত মন্তব্য পৌরসভার কাউন্সিলার তথা প্রাক্তন চেয়ারম্যানের
শুক্রবার দুপুর তিনটে নাগাদ বোর্ড মিটিং থেকে বেরিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন কোচবিহার পৌরসভার কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান ভূষন সিং। তিনি বলেন জুবিন গর্গের মুক্তি বসানোতে আমার কোন আপত্তি নেই। তবে শহরের মানুষ জুবিন গর্গ কে কতটা চেনে। তাই আমি প্রস্তাব দিয়েছি মধুপুর ধামে তার মূর্তি বসাতে। এখন চেয়ারম্যানের ইচ্ছা তিনি জুবিন গর্গের মূর্তি কোথায় বসাবে