খড়গপুর ১: খড়্গপুরে নিমপুরা ঘাটে ছট পূজা উপলক্ষে স্বস্ত্রীক হাজির দিলীপ-রিঙ্কু, বিয়ের পর প্রথম ছট পুজো উপভোগ করছেন দিলীপ পত্নী
খড়্গপুরে অনুষ্ঠিত ছট পূজা উপলক্ষে সস্ত্রীক হাজীর দিলীপ ঘোষ ও তার স্ত্রী। খড়গপুর শহরের নিমপুরা ঘাটে অনুষ্ঠিত হচ্ছে ছট পূজা। আজ সোমবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সেখানে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তার স্ত্রী রিংকু ঘোষ মজুমদার। দুজনে একসাথে অংশগ্রহণ করেন ছট পূজায়। ছট পূজা উপলক্ষে ঘাটে হাজির বহু মানুষ, তাদের মধ্যেই কেউ কেউ আবার স্বস্ত্রিক দিলীপ ঘোষকে দেখতে পেয়ে একসাথে ছবি ক্যামেরাবন্দি করছেন।