হলদিবাড়ি: SIR নিয়ে সচেতনতা ও এনুমারেশন ফর্ম পুরন করতে ভোটবাড়িতে শিবির অনুষ্ঠিত করলো BJP
মেখলিগঞ্জ বিধানসভার ভোটবাড়ি অঞ্চলে S.I.R নিয়ে সচেতনতা শিবির ও ফর্ম পূরণ করার পদ্ধতি সম্পর্কে অবগত করা হলো ভোটবাড়ি শালবাড়ি ও ছোবাবাড়ি এলাকার মানুষ দের। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির তরফে একটি শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, ভোটবাড়ি অঞ্চল বিজেপির কনভেনার অজয় চন্দ্র রায় সরকার, মেখলিগঞ্জ বিধানসভা আইটি সেল ইনচার্জ সুধীর দেবনাথ সহ অনান্য বিজেপি নেতৃত্বরা।