মহিষাদল: চাকরি হারা শিক্ষক কালোব্যাজ পড়ে SSC পরীক্ষায় বসলেন মহিষাদল গার্লস কলেজে
চাকরি হারা শিক্ষক কালোব্যাজ পড়ে SSC পরীক্ষায় বসলেন মহিষাদল গার্লস কলেজে। হলদিয়া চকদ্বীপা হাই স্কুলের চাকরি হারা শিক্ষক কার্তিক আদব।রবিবার ন বছর পর SSCপরীক্ষা হল রাজ্যজুড়ে।কোর্টের নির্দেশে চাকরি-বাতিল প্রায় ২৬ হাজার শিক্ষক তার মধ্যে কার্তিক আদক একজন। কালোবাজারি পরীক্ষা দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকারকে কটাক্ষ।