ইংরেজবাজার: মালদা শান্তি ভারতীয় পরিষদ! পুজোর থিম রাজস্থানের শীর্ষ মহল, নবমীর সন্ধ্যায় ভীড় দর্শনার্থীদের
মালদা শান্তি ভারতী পরিষদ। পুজোর থিম রাজস্থানের জয়পুরে অবস্থিত শিষ মহল। আয়না এবং কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে গোটা মন্ডপ। বুধবার নবমীর সন্ধ্যা আনুমানিক ছটার পর থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পূজা উদ্যোক্তারা জানান যত রাত হবে তত ফির বাড়বে।