পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইব্যাল ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক স্তরের আদিবাসী সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার মানবাজার দু নম্বর শবর ল্যাম্পস লিমিটেড এর উদ্যোগে বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বোরো শবরপাড়ায়।এই অনুষ্ঠান উপলক্ষে শবর নিত্য সারনা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো।