রাজগঞ্জ: ধুপঝোরা বিট অফিসের প্রাঙ্গণে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করল বনদপ্তর
হাতিকে রক্ষা করার বার্তা দিয়ে জেলার ধুপঝোরা বিট অফিসে বিশ্বকর্মার বাহন জ্যান্ত হাতি পুজো করল বনদপ্তর। এই পুজোটি করা হয়েছে গরুমারা সাউথ রেঞ্জের ধুপঝোরা বিটের গাছবাড়িতে দশটি কুনকি হাতির পুজো করা হল।একইভাবে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের চারটি বিটে মোট ৩০টি হাতিকে এদিন দেওয়া হয়।সকাল থেকে হাতিরা উপোস করে থাকে।এদিন প্রথমেহাতিদের স্নান করানো হয়।এরপর রঙ বেরঙের চক দিয়ে সাজানো হয়।তারপর পুরোহিত মন্ত্র উচ্চারণ করে পুজো দেয় প্রত্যেকটি হাতিকে।