রাইপুর: কাড়ভাঙার জঙ্গলে ২৯ টি হাতির অবস্থান রয়েছে, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বনবিভাগ ও পুলিশ
একদল হাতি রয়েছে সারেঙ্গা এলাকায়। বন দফতর জানায়, কদিন ধরেই একটি দল বাঁকুড়া দক্ষিণ বন বিভাগ ও রূপনারায়ণ বিভাগে ঘোরাঘুরি করছে। বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সারেঙ্গা রেঞ্জের কাড়ভাঙার জঙ্গলে ২৯ হাতির অবস্থান ছিল। বাঁকুড়া দক্ষিণ বিভাগের ডিএফও প্রদীপ বাউরি বলেন, ওই এলাকাগুলিতে ধারাবাহিকভাবে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। সাথে বন বিভাগ ও পুলিশের যৌথ টহল ও নজরদারি রয়েছে।