রাজারহাট: নিউটাউনে সাংবাদিক বৈঠকে অগ্নিকাণ্ড এড়াতে বড় পুজো কমিটি গুলিকে মন্ডপের কাছে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর
অগ্নিকাণ্ড এড়াতে বড় পুজো কমিটিগুলিকে মন্ডপের কাছে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর। দুর্গা পুজোতে বড় বড় পুজো মণ্ডপ গুলিতে অগ্নিকাণ্ড এড়াতে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর। পুজোর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বিশ্বকর্মা পূজা মিটে গেলে ১৯ সেপ্টেম্বর থেকে ডিজির নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপগুলি ভিজিট করা হবে দমকল বিভাগের পক্ষ থেকে জানান দমকলমন্ত্রী।