ভাতারের বলগোনা বাজারের একটি পরিবারের ভোটার তালিকার নাম নেই, কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন। রবিবার চারটে ত্রিশ মিনিটে পরিবারের এক সদস্য জানালেন আমাদের বাপ দাদুর বসবাস এখানে, অথচ আমাদের নাম নেই। ভাতারের বলগোনা বাজারের একটি পরিবারের চারজন সদস্যের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। দারুন চিন্তায় পরিবারের সদস্যরা।