ইটাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোডশোয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইটাহারে বৈঠক ও পরিদর্শনে SP, ASP, SDPO
অভিষেকের রোডশোকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে। শুক্রবার ইটাহার হাই স্কুল মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে। জানা গিয়েছে, আগামী ৭ জানুয়ারি ইটাহারে রোডশো করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেকের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় রোডশো এর রুটের নিরাপত্তা জোড়দার করতে তৎপর জেলা পুলিশ মহল।