ক্যানিং ১: ক্যানিং বারুইপুর রোডের দিয়ে যাওয়ার সময় আচমকাই বিপদে পড়লেন এক মোটর ভ্যান যাত্রী, কি ঘটল তার সাথে জানুন
গাছের ডাল ভেঙে গুরুতর জখম হলেন এক মোটর ভ্যানের যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে। ঘটনায় জখম সাইফুল মোল্লা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুপুরে বারুইপুরের দিক থেকে ক্যানিংয়ে মোটর ভ্যানে চেপে আসার সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে চলন্ত মোটর ভ্যানের উপর। ঘটনায় গুরুতর জখম হন জীবনতলার দাহারানী গ্রামের বাসিন্দা সাইফুল। সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন।