বারে বারে পথ অবরোধে নাজেহাল বরাবাজার শহর, পানীয় জলের দাবিতে শহর জুড়ে বিভিন্ন পাড়ায় একাধিকবার হয়েছে পথ অবরোধ আজকেও তার অন্যথা হলো না। বুধবার সন্ধ্যায় বরাবাজার উপর পাড়ার বাসিন্দা মহিলারা জল টাংকি মোড়ে জলের দাবিতে পথ অবরোধে শামিল হল। কিছুক্ষণ পথ অবরোধ চলার পর বরাবাজার থানা প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক এদিন রাত সাড়ে আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমু