বেআইনিভাবে মাটি পাচারের অভিযোগে দেগঙ্গা ব্লকের সোহাই কুমারপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করলো দেগঙ্গা থানার পুলিশ। মাটি বোঝাই চারটি ডাম্পার এবং একটি ট্রাক্টর আটক করেছে পুলিশ। সোমবার রাত একটা নাগাদ পুলিশ ধৃত চারজনকে দেগঙ্গা থানায় নিয়ে আসে। সোমবার বেলা একটা নাগাদ ধৃতদের বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধুতরা সবাই ডাম্পার ও ট্রাক্টরের চালক। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে দেগঙ্গারের সহায় কুমারপুর এলাকা থেকে বেআইনিভাবে