ঝালদা ১: পুস্তি এলাকায় যুবকদের খেলমুখী করতে ফুটবল প্রদান বিজেপির জেলা সভাপতির
পুস্তি এলাকায় যুবকদের খেলমুখী করতে ফুটবল প্রদান বিজেপির জেলা সভাপতির . রবিবার সকাল ৯ঃ০০ টা নাগাদ এই চিত্র লক্ষ্য করা গেল। বর্তমান সময়ে ফোনে আসক্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। যার ফলে শরীর চর্চা খামতি থেকে যাচ্ছে। যা নিয়ে বিভিন্ন শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে যুবকদের মধ্যে। এই সমস্যা দূর করতে প্রচেষ্টা চালালো জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো। আজ সকালে পুস্তি অঞ্চল হাই স্কুল মাঠে যুবকদের খেলমুখি করতে ফুটবল প্রদান করেন শংকর মাহাতো।