জলপাইগুড়ি: জলপাইগুড়িতে তিস্তার জল হুহু করে বাড়ছে, বাঁধে ফাটল, বাঁধ বাঁচাতে প্রাণপণ চেষ্টা গ্রামবাসীদের, জারি লাল সংকেত
একই অতিভারী বৃষ্টিতে পাহাড় ও সমতল এলাকা জলে ভেসে যাচ্ছে। তার উপর গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হওয়ায় তিস্তার জলস্তর দ্রুত বেড়েছে। ইতিমধ্যে নদীতে লাল সংকেত জারি করা হয়েছে। তীব্র স্রোতে তিস্তার একাধিক জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রবিবার সকাল থেকে স্থানীয় মানুষ নিজেরা বালির বস্তা, মাটি ও পাথর ফেলে বাঁধ রক্ষা করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। প্রশাসনও সতর্ক, তবে লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় নদীর জল আ