গাজোল: ময়না বাজার এলাকায় ঐতিহাসিক ৫০০ বছরের পুরনো মা বিষহরি ঠাকুরণী মায়ের পুজোতে ভক্তদের ঢল
Gazole, Maldah | Oct 18, 2025 গাজোলের আলাল অঞ্চলের ময়না বাজার এলাকায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মা বিষহরি ঠাকুরানি পূজা অনুষ্ঠিত হয়। পাঁচ দিন ব্যাপী এই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই পুজোতে ভক্তরা প্রচুর পরিমাণ মা বিষহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি এ বছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে মা বিষহরির ভক্তরা আসেন। প্রায় 386 টি মা বিষহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেছেন। মা ভক্তদের মনের আশা পূরণ করেন তাই ভক্তরা খুশি হয়ে মায়ের মূর্তি দান করেন। এই