গলসি ২: মসজিদপুরে পাশবালিশ নেওয়া নিয়ে দুই বোনের মধ্যে হাত পা ছোড়াছুড়িতে পায়ের আঘাতে Bmch চিকিৎসা চলাকালীন মৃত্যু হল দিদির
গলসি থানার মসজিদপুর গ্রামে পাশ বালিশ নেওয়া নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি। ছোট বোনের পায়ের লাথিতে গুরুতর আঘাত হয়ে Bmch এর চিকিৎসা চলাকালীন মৃত্যু হল দিদির। মৃতের নাম রিম্পা লোহার (১৮) মসজিদ পুরে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত ইংরেজির ১১ই সেপ্টেম্বর বাড়িতে পাশবালিশ নিয়ে কাড়াকাড়ি করার সময় ছোট বোন লাথি মারে দিদি পেটে সেই যন্ত্রণা নিয়ে তাকে ভর্তি করা হয় Bmch, অবশেষে চিকিৎসা চলাকালীন গতকাল রবিবার তার মৃত্যু হয়।