শালতোড়া: লেদাপলাশ রাজদূত সংঘের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল লেদাপলাশ গ্রামে
শুক্রবার আনুমানিক রাত্রি আটটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় শালতোড়া ব্লকের লেদাপলাশ গ্রামে লেদাপলাশ রাজদূত সংঘের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। উপস্থিত শালতোড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা শালতোড়া N C কলেজের পরিচালন সমিতির সভাপতি সন্তোষ কুমার মন্ডল সহ বিশিষ্ট জনেরা