গাজোল: তুলসীডাঙ্গা নেতাজি স্মৃতিচক্রের পরিচালনায় ১৪ হাতের শ্যামা কালী মাকে দর্শনার্থীদের ভিড় জমেছে
Gazole, Maldah | Oct 21, 2025 গাজোল তুলসী ডাঙ্গা হাসপাতাল মোড় নেতাজি স্মৃতিচক্রের পরিচালনায় ১৪ হাতের সার্বজনীন শ্রীশ্রী শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে পূজা অনুষ্ঠিত হয়।এদিন দ্বিতীয় দিনে নেতাজির স্মৃতি চক্রের সার্বজনীন ১৪ হাতের শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো দর্শনার্থীরা ভিড় করেছেন।মঙ্গলবার রাত্রি ৯ টা নাগাদ নেতাজি স্মৃতিচক্রের সহ-সভাপতি মঙ্গলদীপ সাহা জানিয়েছেন তাদের নেতাজি স্মৃতিচক্রের সার্বজনীন শ্রীশ্রী শ্যামা ম