পুঞ্চা: পুরুলিয়া জেলার চাঁদড়া অঞ্চলের ৬১,৬২,৬৪ নম্বর বুথকে একত্রিত করে পাড়ায় সমাধান শিবির,উপস্থিত মন্ত্রী
Puncha, Purulia | Sep 23, 2025 পুরুলিয়া জেলার চাঁদড়া অঞ্চলের ৬১,৬২,৬৪ নম্বর বুথকে একত্রিত করে মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হলো।মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কেন্দা থানা এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু,কেন্দা থানার ওসি, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো সহ অন্যান্যরা।