সীমলাপাল: উদ্বোধনী মঞ্চে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির খালি গলার আগমণী গান, করতালিতে মুখরিত হল সিমলাপালের লাল ময়দান
মহাষষ্ঠীর সন্ধ্যায় সিমলাপালের লাল ময়দান যেন মুহূর্তে রূপ নিল সাংস্কৃতিক আসরে। সিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির দুর্গোৎসবের উদ্বোধনী মঞ্চে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় খালি গলায় গেয়ে উঠলেন আগমনীর গান। তাঁর সেই সুরেলা কণ্ঠে ভাসলেন উপস্থিত হাজারো দর্শক সহ পুজো উদ্যোক্তারা। মুহূর্তের মধ্যে মণ্ডপ চত্বর জুড়ে বেজে উঠল করতালি, উচ্ছ্বাস আর আবেগের স্রোত।অনুসূয়া রায় বলেন, “ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি শুধু খালি গলায় মা-কে ডাক দিতে চাই।”