ডোমজুড়: হাওড়া বাঁকড়া এলাকায় প্রোমোটিং সংক্রান্ত ঝামেলার জেরে বন্ধুর হাতে আক্রান্ত বন্ধু
Domjur, Howrah | Sep 22, 2025 প্রমোটিং সংক্রান্ত ঝামেলার জেরে বন্ধুর হাতে ছুরিকাহত বন্ধু। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকড়ার করাতকল এলাকায়। এই ঘটনায় পুলিশ দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া করাতকল এলাকায় গত চার বছর ধরে প্রমোটিং ব্যবসা করেন শেখ বশির এবং তার বন্ধু ওয়াহাব মোল্লা। গতকাল রাতে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে মদের আসর বসায় ওয়াহাব মোল্লা এবং তার বন্ধুরা।