পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ব্লকের খেজুরী গ্রাম পঞ্চায়েতের ২১২নং বুথে নিকাশী ব্যবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। সামান্য বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হত। ছাত্র ছাত্রী সাধারণ মানুষকে খুবই সমস্যায় পড়তেহত। এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে সেই নিকাশী কংক্রিটের ঢালাই হিসাবে নির্মাণের সূচনা করেন বিধায়ক শান্তনু প্রামানিক এছাড়াও উপস্থিত ছিলেন খেজুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন