মাটিগাড়া: শিলিগুড়ি লায়ন্স নেত্রালয় পরিদর্শনে এলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের পদাধিকারীরা
শিলিগুড়ি লাইনস নেত্রালয় পরিদর্শনে এলেন লায়েন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর পদাধিকারীরা। বর্তমানে লাইন্স নেত্রালয় কিভাবে কি কি পদ্ধতিতে পরিষেবা দেওয়া হচ্ছে তা ক্ষতিয়ে দেখতে এই পরিদর্শন বলে জানা যায়। সোমবার LCIF এর গ্লোবাল গ্রান্টস ডিপার্টমেন্টের ম্যানেজার বেঞ্জামিন ফ্রুটানস্কি, টেকনিক্যাল অ্যাডভাইজার ডঃ দিভ্যান্স পি শাহ পরিদর্শনে আসেন।