আরামবাগ: মোবারকপুরে বাড়ির সদস্যরা ঠাকুর দেখতে বেরোনোর সুযোগে চুরি,খোয়া গেছে 30 গ্রাম সোনা সহ নগদ 1 লক্ষ টাকা
পরিবারের সদস্যরা ঠাকুর দেখতে বেরোনোর সুযোগে বাড়িতে চুরি।ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের মোবারকপুরে।জানা গেছে,সপ্তমীর দিন সন্ধ্যা 7:30 নাগাদ পরিবারের সদস্যরা বাড়ির মেন গেটে তালা দিয়ে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন,9টা নাগাদ বাড়ি ফিরে তারা দেখতে পান বাড়ির গেট খোলা।বাড়িতে ঢুকে তারা বুঝতে পারেন চুরি হয়েছে।বাড়ির ভেতরের আলমারি খুলে সেখান থেকে 30 গ্রাম সোনার গহনা ও নগদ 1 লক্ষ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।