ভাতার: ভোটার তালিকা সংশোধন পর্বে অতিরিক্ত চাপ ও দীর্ঘ কাজের জেরে অসুস্থ হয়ে পড়লেন ভাতার বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথের BLO
ভোটার তালিকা সংশোধন পর্বে অতিরিক্ত চাপ ও দীর্ঘ কাজের জেরে অসুস্থ হয়ে পড়লেন ভাতার বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথের BLO রমেন্দ্রনাথ রায় । তিনি রবিবার দুটো ত্রিশ মিনিটে জানালেন চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ১৯ নম্বর বুথের BLO রমেন্দ্রনাথ রায় শনিবার গভীর রাতে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও রবিবার সকালেই ফের কাজে যোগ দেন এই কর্মী।