আউশগ্রাম ২: তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে, আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের বিষ্ণুপুরে দেওয়া হল সম্বর্ধনা
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার ব্লকস্তরের তৃণমূলের সাংগঠনিক রদবদল ঘটানো হয়েছে। আর আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বিষ্ণুপুরে সম্বর্ধনা দেওয়া হল। ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন সহ অনান্যদের উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়। জানা গিয়েছে, এদিন সম্বর্ধনার অনুষ্ঠান শেষে এলাকায় একটি সুবিশাল মিছিল বের করে তৃণমূল।