খাতড়া: সরকারি হাসপাতালে অমানবিকতা, প্রসবকালীন নবজাতকের মৃত্যুতে উত্তাল খাতড়া মহকুমা হাসপাতাল চত্বর
Khatra, Bankura | Oct 15, 2025 খাতড়া মহকুমা হাসপাতালে প্রসবকালীন এক নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, প্রসূতিকে প্রসব কক্ষ থেকে বের করে দেওয়া হয়, পরে বারান্দায় শিশুটি জন্ম নিয়ে মৃত হয়। নার্সের অবহেলা, দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও ওঠে। ক্ষুব্ধ পরিবার ও রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান। খাতড়া থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল সুপার জানান, ঘটনার তদন্ত চলছে। রাঢ়বঙ্গ বাউরী সমাজ সংগঠনও তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি তোলে।