তেহট্ট ১: বেতাই তেল পাম্পের নিকট মারুতি ৫ সিটির গাড়ির ধাক্কা, গুরুতর আহত ১
মঙ্গলবার আনুমানিক দশটা ত্রিশ মিনিটের সময় বেতাই তেল পাম্প এলাকার দশ বছরের নাবালিকা সুস্মিতা ঠিকাদার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের বেতায় তেল পাম্পের নিকট রাস্তা পার হওয়ার সময় মারুতি 5 সিটার গাড়ি তাকে সজরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় নদীয়া জেলা হাসপাতাল শক্তিনগরে।