মথুরাপুর ২: কালীপূজার সময় আতশবাজি বিক্রি করার জন্য আতশবাজি তৈরি করতে শুরু করে দিয়েছে কৌতলা এলাকার বাজি ব্যবসায়ীরা
আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি শ্যামা পূজার এই শ্যামা পূজার রাতে প্রত্যেক মন্ডপের সদস্যরা ও এলাকার যুবকরা আতশবাজি জ্বালিয়ে আনন্দ উপভোগ করেন ।এই শ্যামা পূজার জন্য অপেক্ষায় থাকেন বাজি ব্যবসায়ীরা কারণ এই একটা সময় বাজি বিক্রি করার। তাই ইতিমধ্যে মথুরাপুর ২ নম্বর ব্লকের কৌতলা এলাকায় বাজি শিল্পীরা তাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু করে দিয়েছে আতসবাজি তৈরি করার কাজ। আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে