ডলুবাড়ি -কেকমাছড়া রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের। শুরু থেকেই রাস্তার কাজের গুণগতমান ছিল নিম্নমানের, বহুবার এলাকাবাসীরা অভিযোগ করলেও আমবাসা পূর্ত দপ্তর এলাকাবাসীর অভিযোগ শুনেননি। ডলুবাড়ি থেকে কেকমাছড়ার কাজটি শুরু হয়েছিল গত এক বছর আগে, কাজটি পেয়েছিল আগরতলার ঠিকেদার উত্তম পাল, গত এক বছর ধরে কিছু কিছু কাজ করে উধাও হয়ে যায় তিনি। তারপর সংবাদ মাধ্যমের দারস্ত হয়েছিল এলাকার কাউন্সিলর সহ এলাকাবাসী।