বোলপুর-শ্রীনিকেতন: শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাঁধা উচ্চবিদ্যালয়ে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাঁধা উচ্চবিদ্যালয়ে চুরি। রবিবার রাতে স্কুলের অফিস কক্ষে তালা ভেঙে ঢুকে দুষ্কৃতীরা নগদ প্রায় ৪০ হাজার টাকা, মিড-ডে মিলের সরঞ্জাম, সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল ও একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।এরপরই আজ ২২ শে সেপ্টেম্বর আনুমানিক সকাল ৬ টা নাগাদ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, চুরির ফলে শিক্ষা ও প্রশাসনিক কাজকর্মে সমস্যার আশঙ্কা রয়েছে। অভিযোগের ভিত