রানিবাঁধ: কড়া নিরাপত্তায় খাতড়ায় ধুমধাম, পোদ্দারপাড়া ষোলআনার প্রতিমা নিরঞ্জনে উপচে পড়া জনতা
শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ খাতড়া পোদ্দারপাড়া ষোলআনার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা কড়া পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি খাতড়া বাজার পরিক্রমা করে। পুরো পথজুড়ে পুলিশ প্রশাসনের নজরদারি ছিল লক্ষণীয়। এলাকার বিপুল সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ও পথে দাঁড়িয়ে নিরঞ্জন যাত্রা উপভোগ করেন। পরবর্তীতে খাতড়ার শালবনীর পুকুরে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়।