রাজ্য তথা দেশ জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের মর্যাদা রক্ষার্থে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর রাজ্য জুড়ে মহিলাদের ডাকে অঙ্গীকার যাত্রার করা হবে SUCI কমিউনিস্ট দলের পক্ষ থেকে। সেই অঙ্গীকার যাত্রাকে সফল করতে পলাশীপাড়া বিধানসভার বারুইপাড়াতে SUCI দলের মহিলা সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকার সভা করা হলো। এ সবাই উপস্থিত ছিলেন মহিলা নেত্রী বাতশোভা বেগম সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। শনিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো