বরাবাজার: সারা ভারত কৃষক সভার পুরুলিয়া জেলা কমিটির ২১ তম জেলা সম্মেলন শুরু হলো এ টিম গ্রাউন্ডে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে
সারা ভারত কৃষক সভার পুরুলিয়া জেলা কমিটি ২১ তম দুই দিনের জেলা সম্মেলন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো শনিবার বিকেল তিনটা নাগাদ বরাবাজার এ টিম গ্রাউন্ড এ, সারা জেলার প্রতিটি ব্লক থেকে কৃষক সভার সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এ দিনের প্রকাশ্য সমাবেশে। বরাবাজার শহর জুড়ে মিছিল করে, শহীদ বেদীতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের পর শুরু হয় প্রকাশ্য সমাবেশ।