নানুর: পরোটা ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে ষষ্ঠম দিনেও চলতে দেখা গেল নাচের অনুষ্ঠান
Nanoor, Birbhum | Dec 16, 2025 কীর্ণাহারে পরোটা ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বিভিন্ন সাংস্কৃত িক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরোটা গ্রামে। সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার ষষ্ঠম দিনেও পরোটা গ্রামে, সন্ধ্যা নাগাদ চলতে দেখা গেল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কচিকাঁচা দের নাচের অনুষ্ঠানও। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীদের সমাগম ছিল উপচে পড়া। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের নিরাপত্তা।জানা গেছে, মাঝেমধ্যেই সংশ্লিষ্ট ক্ল।