রঘুনাথপুর ২: টোটো তালিকাভুক্ত কর্মসূচি সরকারের, চেলিয়ামার SHG মিটিং হলে টোটো চালকদের নিয়ে শ্রশিক্ষণ শিবির,উপস্থিত জয়েন্ট BDO
13অক্টোবর থেকে 30নভেম্বর এর মধ্যে রাজ্যের সমস্ত টোটো তালিকাভুক্ত করার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। সরকারের নির্দিষ্ট সেই পোর্টালে অবিলম্বে ই রিকশা বা টোটো তালিকাভুক্ত করতে হবে।সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামার বিডিও অফিসের SHG মিটিং হলে এলাকার টোটো মালিক ও চালকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। শিবিরে উপস্থিত ব্লকের জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।