ভয়মুক্ত,দুর্নীতিমুক্ত,সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে বাংলা বাঁচাও এর ডাক দিয়ে শনিবার রানাঘাট 2 নম্বর ব্লকে মিছিল সংগঠিত করলো বামেরা। শনিবার দুপুরে রানাঘাট 2 নম্বর ব্লকের আইসমালি পঞ্চায়েতের পূর্বো পুটখালী গ্রাম থেকে এই পদো যাত্রা শুরু হয়ে 10 কিলোমিটার পথ পরিক্রমা করে এই বাংলা বাঁচাও যাত্রা আনুমানিক বিকেল 5 টে নাগাদ আইসমালি বাজারে এসে সমাপ্ত হয়। পরে আইসমালি বাজারে একটি সভারও আয়োজন করা হয়। এদিনের এই বাংলা বাঁচাও পদো যাত্রায় বাম নেতা কর্মী সমর্থকদে