কোচবিহার ১: ৪ দফা দাবির ভিত্তিতে কোচবিহার স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো কন্টাক্টচুয়াল ব্যাংক কর্মীরা
৪ দফা দাবির ভিত্তিতে কোচবিহার স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো কন্টাক্টচুয়াল ব্যাংক কর্মীরা। বুধবার দুপুর বারোটা নাগাদ তারা এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করে সাগরদিঘী সংলগ্ন স্টেট ব্যাংকের সামনে।। তাদের চার দফা দাবির প্রধান দাবি এস বি আই এর কন্ট্রাকচুয়াল কর্মীদের বেআইনি বদলি করা যাবে না, দ্বিতীয় দাবি SBI এর হাউসকিপিং স্টাফদের আট ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না। বিক্ষোভ কারীরা এটাও জানিয়েছে আগামীতে যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে তারা বড়