সীমলাপাল: হরডাঙ্গা কালী পুজো কমিটির 'শেষ রাতের সানাই' যাত্রা পালার সূচনা করলেন তালডাংরার বিধায়ক
কালী পূজা উপলক্ষে রবিবার আনুমানিক রাত্রি সাড়ে নয়টা নাগাদ হাড়মাসড়া অঞ্চলের হরডাঙ্গা সর্বজনীন কালীপুজো কমিটির ব্যবস্থাপনায় যাত্রাপালা "শেষ রাতের সানাই" শুভ সূচনা করলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। এদিন ঘন্টা বাজিয়ে যাত্রাপালার সূচনা করেন। যাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন।