পটাশপুর ২: "ট্যাক্সের টাকা,RBI থেকে লোন করা টাকা,কান ধরে টাকা আদায় করব" লক্ষ্মীরভান্ডার না পাওয়ায় তমলুকে বললেন শুভেন্দু অধিকারী
ময়না বিধানসভার বিজেপি পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর ভান্ডার টাকা মহিলারা কত তিন মাস ধরে পাচ্ছে না এই সম্পর্কে তমলুকে একটি অনুষ্ঠানের যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন এই নিয়ে মঙ্গলবার ডেপুটেশন হবে তারপর কানমুড়ে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এটা ট্যাক্সের টাকা আর বি আই থেকে লোন করা টাকা, কান ধরে টাকা যদি আদায় না করতে পারি তবে শুভেন্দু অধিকারী নই|