রানাঘাট ১: মহেসমতি সাম্রাজ্যের প্রাসাদের আদলে তৈরি পুজো মন্ডপ,কুপার্স ক্যাম্প বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজোয় মানুষের ঢল
বাহুবলি সিনেমার মহেসমতি সাম্রাজ্যের প্রাসাদের আদলে তৈরি পুজো মন্ডপ, আর কুপার্স ক্যাম্প স্পোর্টিং ক্লাবের এবারের শিব ও কালী আরাধনায় মণ্ডপ দেখতে শুক্রবার রাতে মানুষের ঢল পূজা প্রাঙ্গনে। এবছর কুপার্স ক্যাম্প স্পোর্টিং ক্লাবের পূজা 48 তম বর্ষে পদার্পন করেছে। আর বাহুবলি সিনেমার মহেসমতি সাম্রাজ্যের রাজপ্রাসাদের আদলে কুপার্স স্পোর্টিং ক্লাবের কালী মায়ের পূজা মন্ডপ তৈরি হয়েছে।