পিংলা: পিংলা থানা গ্রামরক্ষী বাহিনীর আয়োজনে পিঙ্গলেশ্বরী শ্যামা পূজো উপলক্ষে চললো নরনারায়ণ সেবা,খাওয়ার বিতরনে ওসি
রবিবার বেলা ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা থানা গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত পিঙ্গলেশ্বরী শ্যামা পূজোর আজই অভিষেক হয়। সেই উপলক্ষে প্রায় চার হাজার মানুষের খাওয়ার আয়োজন করা হয়। নিজের হাতে খাওয়ার পরিবেশন করেন পিংলা থানার ওসি চিনময় প্রামানিক। রইলো ভিডিও